কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় ট্যাংকার জাহাজের ধাক্কায় মালবাহী নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে মো. আবুল কাশেম (৫৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ১৫ নম্বর ঘাট এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে। আবুল কাশেমের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নাজিরপাড়ায়।

গত সোমবার ভোর চারটার দিকে কর্ণফুলী নদীর মোহনার ৩ নম্বর বয়ার পাশে ওই দুর্ঘটনা ঘটে।

নৌপুলিশ জানায়, কুতুবদিয়ার বাসিন্দা মো. জাকারিয়ার নৌকাটি সোমবার ভোরে চট্টগ্রামের চাকতাই থেকে পণ্য নিয়ে কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেয়। কিছুদূর গিয়ে ১৫ নম্বর ঘাট এলাকায় পৌঁছালে একটি ট্যাংকার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকার ১২ মাঝিমাল্লার মধ্যে ৯ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন কুতুবদিয়ার মাঝি সাইদুল করিম (৬০), আবুল কাশেম (৫৫) ও মোহাম্মদ হোসেন (৫৫)। ঘটনার পর নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালালেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে আবুল কাশেমের লাশ ভেসে ওঠে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মিজানুর রহমান বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে আবুল কাশেমের মরদেহ ১৫ নম্বর ঘাট এলাকায় ভেসে ওঠলে উদ্ধার করা হয়। লাশটি পরিবারের কাছে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।