কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ দিল সেনাবাহিনী

গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে তিন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া রাজবাড়ীতে মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে সেবা দেওয়া হয়।

ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার গতকাল সকালে পিঠা বিক্রেতা তাসলিমা বেগমের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সেনাসদস্যরা।
ছবি: সংগৃহীত

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে দরিদ্র, শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে তিন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া রাজবাড়ীতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন গরিব ও দরিদ্র লোকজন।

পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে গতকাল সকালে শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। সেনানিবাসের ৪২ ফিল্ড আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুনীর হোসেন এসব সহায়তা পৌঁছে দেন। ৭ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুনীর হোসেন বলেন, পটুয়াখালীর সাতটি উপজেলায় প্রায় ৬০০ পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, আটা, তেল, লবণ দেওয়া হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে সেনাবাহিনী জীবনবাজি রেখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারে খাদ্যসহায়তা দেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পক্ষে ক্যাপ্টেন সানজিদা অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবণ, আটা তুলে দেন। তিনি বলেন, করোনা মোকাবিলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জিটি স্কুলমাঠে গতকাল সকালে সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। টুঙ্গিপাড়া উপজেলার ২৫০ রোগীকে সেবা এবং ওষুধ দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে দুস্থ মানুষে মধ্যে ১৫০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে গতকাল রাজবাড়ীতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে সেনাবাহিনী। ২১ পদাতিক ব্রিগেড, রাজবাড়ী সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালনায় ক্যাম্পেইনের ব্যবস্থাপনা করে ৫৫ পদাতিক ডিভিশনের দুর্ধর্ষ ১০। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পাঁচজন চিকিৎসকসেবা দেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শতাধিক মানুষকে চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হক, রাজবাড়ীর সিভিল সার্জন ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ শরীফ উজ জামান প্রমুখ।

রেড ক্রিসেন্টের খাবার বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কাইমদ্দিন প্রামাণিক পাড়া ও মসজিদ পাড়ার ১৫০টি পরিবারের কাছে গতকাল রান্না করা খাবার বিতরণ করে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখা। জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শামিমা আক্তার জানান, গত ২৪ জুন থেকে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা শুরু হয়েছে। প্রতিদিন ৩০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চলেছে। এই সেবা জেলার পাঁচটি উপজেলায় আপাতত এক মাসের জন্য দেওয়া হবে। গতকাল গোয়ালন্দে খাবার বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন ছিল।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রতিনিধি, পটুয়াখালী, ঝালকাঠি, গোপালগঞ্জ, রাজবাড়ী ও গোয়ালন্দ]