কলমাকান্দায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু, গরুর মালিক আহত

বজ্রপাত
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ সময় গরুর মালিক হরিমোহন সরকার (৫৫) গুরুতর আহত হয়েছেন। আহত হরিমোহনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুরে ধনুন্দ গ্রামের বাসিন্দা হরিমোহন সরকার তাঁর গরুগুলোকে নিয়ে বাড়ির পাশে একটি বিলে ঘাস খাওয়াচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি গরুগুলো নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির উঠানে পৌঁছার সঙ্গে সঙ্গেই হঠাৎ বজ্রপাতে তাঁর চারটি গরু মারা যায়। এ সময় হরিমোহনের শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি গরুগুলো নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির উঠানে পৌঁছার সঙ্গে সঙ্গেই হঠাৎ বজ্রপাতে তাঁর চারটি গরু মারা যায়।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে সালমা জানান, বজ্রপাতে হরিমোহনের শরীরের প্রায় ৭৫ শতাংশ ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ার দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, বজ্রপাতে হরিমোহন নামের এক কৃষকের চারটি গরু মারা গেছে। এ ছাড়া তিনি গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।