কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার নেই

প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে কলেজছাত্রীকে (২১) অপহরণ করে পাঁচজন মিলে ধর্ষণের ঘটনায় পুলিশ আজ বুধবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ওই ছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জাকিয়া রশিদের নেতৃত্বে তিন সদস্যের দল ওই ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষা করেছে। আগামীকাল বৃহস্পতিবার আরেক দফা পরীক্ষা করা হবে।

এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি গোপালপুরের মোহনপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মাঝপথে ছোট ব্রিজ এলাকা থেকে কাগুজীআটা গ্রামের শফিকুল (২৫), এনামুল (২৮), জালাল (৩৮), খালেক (৪২) ও আলতাব আলী (৪২) তাঁর মুখে গামছা পেঁচিয়ে নৌকায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যান। ওই ছাত্রীকে তাঁরা শফিকুলের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁরা পাঁচজন রাতভর তাঁকে ধর্ষণ করেন। পরে ভোর পাঁচটার দিকে তাঁকে আবার নৌকাযোগে ছোট ব্রিজ এলাকায় যমুনা নদীর পাড়ে ফেলে রেখে যান। ছাত্রীটি বাড়ি গিয়ে তাঁর মাকে ঘটনা খুলে বলেন। পরে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং মামলা করা হয়।