কসবায় ছাত্রদলের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। রোববার বিকেলে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেছিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা নতুন বাজার এলাকায় রোববার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে কেক কাটার আয়োজন করেন দলের নেতা–কর্মীরা। পরে একটি মিছিল বের করেন। ‘অনুমতি ছাড়া’ মিছিল বের করায় পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশের ৩ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ তিন রাউন্ড গুলি নিক্ষেপ করে। রাবার বুলেটে শাহিনুর ইসলাম (২৪) নামের ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন কসবা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান, পুলিশ কনস্টেবল মো. খোকন ও মোজাম্মেল হোসেন। আহত অন্যরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিল আজম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম (২৮), তারেক (২২), কামরুল (২০), ইমু (২৪), সাহিদুল (৩৩), মোস্তফা (৩৮), শাহিনুল ইসলাম (২৪)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর আটক তিনজন হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোরশেদ এবং ছাত্রদলের নেতা অলি হোসেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হলে পুলিশ পেছন থেকে আক্রমণ করেছে। এতে তাঁদের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, আগে থেকে অনুমতি ছাড়া বিএনপির লোকজন মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। বিএনপির লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এতে তিনজন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।