কসবায় টিলা কাটার দায়ে ট্রাক্টরমালিককে জরিমানা

প্রতীকী ছবি

পরিবেশ আইন লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নির্বিচারে টিলা কাটা হচ্ছে। টিলা কাটা বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালাচ্ছে। গতকাল মঙ্গলবারও উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর এলাকায় টিলা কাটার দায়ে এক ট্রাক্টরমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপীনাথপুর ইউনিয়নে রাতের আঁধারে টিলা কাটার কাজ করে স্থানীয় লোকজন। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। গতকাল দুপুরে গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামে টিলা কাটার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সেখানে টিলার মাটি বহনকারী একটি ট্রাক্টরের সন্ধান পান কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান। এ সময় হাছিবা খান ট্রাক্টরমালিক কাউছার মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে ২০ অক্টোবর গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার গ্রামে অভিযান চালিয়ে কামাল খন্দকার নামের এক ব্যক্তিকে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম প্রথম আলোকে বলেন, সরকারি কিংবা ব্যক্তিমালিকানাধীন টিলা কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। যে ব্যক্তিই টিলা কাটুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।