কসবায় মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের চাপায় আবু হাসান ভূঁইয়া (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির আহাম্মদ খান। প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড বাজারে শনিবার সকালে কেনাকাটা করতে যান আবু হাসান ভূঁইয়া। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁর পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। পরে ঢাকা নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান তিনি।

এ দুর্ঘটনার বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, থানায় কেউ লিখিত দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।