কাদায় আটকে যাওয়া বন্য হাতি ১০ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলাভাঙ্গা বিলে কাদায় আটকে যাওয়া বন্য হাতিটিকে ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার রাত ২টার পর হাতিটি আটকে যায়। আজ শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে বন বিভাগ। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১২টার দিকে হাতিটি উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হয়।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা নবীন ধর বলেন, ‘বন্য হাতি কাদায় আটকে যাওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন কৌশলে হাতিটি উদ্ধার করি। হাতি উদ্ধারে কোদালা চা–বাগান কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় লোকজন সহযোগিতা করেন। হাতিটির ৪০০ থেকে ৫০০ কেজি হবে। বন্য হাতি কাদায় আটকে যাওয়া খবর পায় পার্শ্ববর্তী কোদালা চা–বাগান কর্তৃপক্ষ।’
জানতে চাইলে কোদালা চা–বাগানের ব্যবস্থাপক আবদুল লতিফ বলেন, বন্য হাতি কাদায় আটকে যাওয়ার খবর পেয়ে চা–বাগানের কর্মকর্তা-কর্মচারীরা হাতি উদ্ধারে বন বিভাগকে সহযোগিতা করে।
হাতি উদ্ধারে সহযোগিতা করতে গিয়েছিলেন শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্কের ভেটেরিনারি সার্জন আলিমুর রাজী। তিনি বলেন, ‘হাতির জন্য ওষুধ ও স্যালাইন নিয়ে যাওয়া হয়। উদ্ধারের পর হাতিটিকে সুস্থ দেখা গেছে। উদ্ধারের পর হাতিটি দ্রুত বনে চলে যায়। কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন হয়নি।’