কাপাসিয়ায় বয়স্ক ও শিশুদের শপিং মলে না যেতে গণবিজ্ঞপ্তি

গাজীপুর জেলার মানচিত্র

বয়স্ক ও শিশুদের করোনা পরিস্থিতিতে শপিং মলে না যেতে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন। গতকাল শনিবার এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আজ রোববার থেকে তা কার্যকর হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে একই সঙ্গে স্কুল-কলেজপড়ুয়া শিশু, কিশোর-কিশোরীদের জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা না দেওয়ার জন্য বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উপলক্ষে কাপাসিয়া উপজেলার সব বাজার ও শপিং মলে অল্প বয়সী শিশু ও বয়স্কদের উপস্থিতি দেখা যাচ্ছে। এতে বড়দের সঙ্গে শিশুদেরও করোনার সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

ইউএনও মোসা. ইসমত আরা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এটি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।