কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুজন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুধমুখা বাজারসংলগ্ন উলালের টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণে নাম মো. হৃদয় (১৯)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তবে প্রাথমিকভাবে আহত দুজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে দাগনভূঞার দিকে যাচ্ছিল। দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারসংলগ্ন উলালের টেক এলাকায় বিপরীত থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি  দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী মো. হৃদয় মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মো. হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।