কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

লিমন মিয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. লিমন মিয়া (২৫) নামের এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতুসংলগ্ন ব্রাহ্মণখালী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার বাবুল মিয়ার ছেলে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিমন সোমবার দুপুরে মোটরসাইকেলে করে কাঞ্চন সেতু থেকে কালনী এলাকায় তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিমনের।

কাচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ প্রথম আলোকে জানান, কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লিমন নিহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে আটক করা গেলেও, চালক পালিয়ে গেছেন। লিমনের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রায় ১০টি গাড়ির কাচ ভাঙচুর করেছেন। এ সময় প্রায় ১৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ ছিল। এলাকাবাসী লিমন হত্যার বিচার ও দুর্ঘটনা বন্ধে সড়কে শৃঙ্খলা আনার দাবি জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী কিছুটা বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে।