কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি সদস্য নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ জকরিয়া (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়ার তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জকরিয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকার বাসিন্দা। তিনি ছদাহা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে জকরিয়া বাড়ি থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকায় বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। লোহাগাড়ার পদুয়ার তুলাতুলি এলাকায় একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জকরিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত জকরিয়ার বোনের স্বামী গাজী ইছহাক প্রথম আলোকে বলেন, আজ রোববার লোহাগাড়া উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। জকরিয়ার একজন আত্মীয় লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে সদস্য পদে নির্বাচন করছেন। ওই আত্মীয়ের নির্বাচন উপলক্ষে তিনি তাঁর বাড়িতে যাচ্ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ গতকাল রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।