কাল জাতীয় জাদুঘরে জাতীয় ত্বকী চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তানভীর মুহাম্মদ ত্বকী
ফাইল ছবি

‘জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল শনিবার বেলা তিনটায় ঢাকার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে (মূল মিলনায়তন) অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন ও শিক্ষাবিদ লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের অনুপ্রেরণা দিতে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে চিত্রাঙ্কনে সাড়ে ৮০০ এবং রচনায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে চিত্রাঙ্কনে সাড়ে ৮০০ এবং রচনায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটির প্রথম স্থান অধিকারীদের ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে। সেই সঙ্গে সেরা ১০ জন প্রতিযোগীকেও প্রদান করা হবে ক্রেস্ট, বই ও সনদ। এর মধ্যে উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে সুশোভিত স্মারক ‘ত্বকী’।

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখাখাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।