কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে ডুবে জিসান হাওলাদার নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিসান ওই এলাকার সাইমুন ইসলাম হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালের খাবার খেয়ে জিসান বাড়ির উঠানে বল নিয়ে একাই খেলা করছিল। এ সময় তার পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ জিসান অগোচরে ঘরের পাশে আড়িয়াল খাঁ নদীর পাড়ে চলে যায়। নদীর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজি শেষে প্রতিবেশীরা নদীর তলদেশ থেকে জিসানের মরদেহ উদ্ধার করেন।

সকালের খাবার খেয়ে জিসান (২) বাড়ির উঠানে বল নিয়ে একাই খেলা করছিল। হঠাৎ সে সবার অগোচরে ঘরের পাশে আড়িয়াল খাঁ নদীর পাড়ে চলে যায়।

জিসানের প্রতিবেশী দক্ষিণ রমজানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এস কে তালুকদার বলেন, ‘শিশু জিসান একা একা নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। শিশুটির এমন মৃত্যু আমরা কোনোভাবে মানতে পারছি না। জিসানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করছে তার মা, বাবাসহ পরিবারের সবাই। আমরা তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাটুকুও পাচ্ছি না।’

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।