কালকিনিতে বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে বিয়ের আশ্বাস দিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মায়ের করা মামলায় আজ শনিবার সকালে উপজেলার বোতলা এলাকা থেকে আসামি শাহীন মোল্লা (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহীন উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে এবং পেশায় একজন রংমিস্ত্রি।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শাহীন মোল্লার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসেন রংমিস্ত্রি শাহীন মোল্লা। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে তার ঘরের পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন শাহীন। পরে ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে শাহীন পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণের মামলা করেন। পরে পুলিশের অভিযানে আজ শনিবার সকালে অভিযুক্ত শাহীন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

ওই কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জঘন্য কাজ করেছে শাহীন। এ জন্য এলাকায় আমাদের মানসম্মান গেছে। আমার মেয়ে ও আমাদের সম্মান যে নষ্ট করেছে, আমি তার বিচার চাই। ওর যেন সর্বোচ্চ শাস্তি হয়।’

এদিকে শাহীন মোল্লা বাবা আয়নাল মোল্লা বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার ছেলে ওই কিশোরীকে ধর্ষণ করে নাই। আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে।’

জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ‘ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’