কালাইয়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাজ্জাদুর রহমান ছোহেল তালুকদার
সংগৃহীত

ঋণখেলাপি হওয়ার দায়ে জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাজ্জাদুর রহমান ছোহেল তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কালাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন এই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

ইউএনও মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, কালাই পৌরসভার মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদুর রহমান ছোহেল তালুকদার ঋণখেলাপি হয়েছেন। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনালী ব্যাংকের কালাই শাখায় সাজ্জাদুর রহমান ছোহেল তালুকদারের ৯৪ লাখ টাকা সিসি ঋণ রয়েছে। ওই সিসি ঋণের নবায়নের মেয়াদ শেষ হয়েছে। তিনি সিসি ঋণ নবায়ন না করেই মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আমি ঋণখেলাপি নই। আমার সিসি ঋণের নবায়নের মেয়াদ শেষ হয়েছে। তফসিল ঘোষণার সময় নবায়ন করা যায়নি। এ কারণে হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট আমার পক্ষে আদেশ দিয়েছেন।
সাজ্জাদুর রহমান ছোয়েল তালুকদার, বিএনপির মেয়র প্রার্থী

তবে সাজ্জাদুর রহমান ছোয়েল তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি ঋণখেলাপি নই। আমার সিসি ঋণের নবায়নের মেয়াদ শেষ হয়েছে। তফসিল ঘোষণার সময় নবায়ন করা যায়নি। এ কারণে হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট আমার পক্ষে আদেশ দিয়েছেন। এখন আদেশের কপি দিয়ে আপিল করব।’

কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাবেয়া সুলতানা, বিএনপির সাজ্জাদুর রহমান ছোহেল তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ। এর মধ্যে ঋণখেলাপের দায়ে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলো। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি এই পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।