কালিয়ায় দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত

নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি লুৎফর রহমান মোল্লার (৬০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আরাজি বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

লুৎফর রহমান চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা। তাঁর স্বজন, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে লুৎফর রহমানের ওপর হামলা হয়েছে। তাঁর দুই পায়ের হাঁটুর নিচে ও দুই হাতের কবজির ওপর ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় শরিক হতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে সেখান থেকে তাঁকে খুলনায় নেওয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এফ এম মশিউর রহমান প্রথম আলোকে মুঠোফোনে জানান, লুৎফর রহমানের হাত ও পায়ের আঘাত গুরুতর। তাই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তরের জেরে প্রতিপক্ষ ওই হামলা চালিয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ মুঠোফোনে বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ওই হামলা হয়নি। তাঁর গ্রামে ও এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলছে। ওই বিরোধের জেরে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।