কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।

রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গী-ভৈরব রেললাইন দিয়ে সিলেটে যাচ্ছিল পারাবত এক্সপ্রেস ট্রেন। আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

আড়িখোলা রেলওয়ে স্টেশনমাস্টার আজিজুর রহমান ভূঁইয়া বলেন, ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেললাইনে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা বিষয়টি দেখবেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।