কালীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

সাতক্ষীরায় কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সামছুর রহমান সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৬৪) ও তাঁর ছেলে রোকন সরদার (৩৮)। আহত ব্যক্তিরা হলেন রোকন সরদারের ভাই কামাল সরদার (৩০) ও আফছার সরদার (৩২)। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোকন সরদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র নয়ন সরদার জানায়, জামাইষষ্ঠী উপলক্ষে তাঁর তিন ফুফু আজমিরা, রাশিদা ও জান্নাতুল, তিন ফুফা ও তাঁদের সন্তানদের বাড়িতে ফল খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছিল। আজ দুপুরে তাদের খাওয়াদাওয়া শেষে দাদি মরিয়ম বেগম গোসল করে উঠানের পাশে টাঙানো দড়িতে ভেজা কাপড় মেলতে যান। অসাবধানবশত ওই দড়ির পাশে থাকা বিদ্যুতের তার ভেজা কাপড়ে পড়ার সঙ্গে সঙ্গে তারের সঙ্গে জড়িয়ে যান দাদি। এ ঘটনা দেখে তার বাবা রোকন সরদার দাদিকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। এ সময় অন্য দুই চাচা কামাল ও আফছার তাঁর বাবা ও দাদিকে বাঁচাতে গেলে তাঁরাও মারাত্মক জখম হন। পরে বাবা ও দাদি মারা যান।

স্থানীয় বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকার ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত কামাল ও আফছারকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।