কিশোরগঞ্জে এক দিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা সংক্রমণ শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ জেলায় আরও ৬২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটা জেলায় এক দিনে সর্বোচ্চ সংখ্যা।

গতকাল রোববার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১ জুন জেলায় সংগৃহীত ৩১২ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এবং ৩ ও ৫ জুন সংগৃহীত মোট ৯৪ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। দুটি ল্যাবে মোট ৪০৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ছিল ৬০২।

এদিকে নতুন করে জেলায় ১৯ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২২১। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০। বর্তমানে জেলায় মোট ৪১১ জন করোনা রোগী এবং ১০ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করোনা শনাক্ত হওয়া ৬২ জনের মধ্যে ভৈরব উপজেলার ২৫ জন, কুলিয়ারচর উপজেলার ১৫ জন, কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, বাজিতপুর উপজেলার ৪ জন, কটিয়াদী ও তাড়াইল উপজেলার ৩ জন করে এবং, হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া ও নিকলী উপজেলার ১ জন করে রয়েছেন।