কিশোরগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে দুটি পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার নিকলী ও ইটনা উপজেলায় এ দুটি ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পারভেজ মিয়া (২৮) এবং দুই শিশু পাপিয়া আক্তার ও ফারজানা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে নিকলীর বেড়িবাঁধসংলগ্ন প্রেমঘাট এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে পানিতে ডুবে যায়। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে পারভেজ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত পারভেজ মিয়া জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের এলেম মিয়ার ছেলে।
জানা যায়, কয়েক দিন আগে পারভেজ ওই গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে স্বজন আল-আমিনের সাত বছরের সন্তান নাইদুলকে নিয়ে পারভেজ মিয়া ও তাঁর স্ত্রী নাসিমা প্রেমঘাটে গোসল করতে যান। গোসলের জন্য তিনজনই পানিতে নামার পর হঠাৎ নাইদুল হাওরের পানির টানে দূরে চলে গিয়ে হাবুডুবু খেতে থাকে। এ অবস্থায় পারভেজ সাঁতার কেটে শিশুটিকে উদ্ধার করে কোনোরকমে স্ত্রী নাসিমার হাতে তুলে দেন। এ সময় পারভেজ পানির স্রোতে তলিয়ে যান। স্বামীকে বাঁচাতে তখন আশপাশের মানুষের সাহায্য চেয়ে চিৎকার করেন নাসিমা।
নাসিমার চিৎকার শুনে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পানি থেকে মৃত অবস্থায় পারভেজকে উদ্ধার করা হয়। এ সময় নাসিমার কান্নায় ভারী হয়ে ওঠে প্রেমঘাটে এলাকার পরিবেশ।
এদিকে আজ বিকেল চারটার দিকে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ডোবার পানিতে ডুবে পাপিয়া আক্তার ও ফারজানা আক্তার নামের দুই শিশুর মৃত্যু হয়। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মধ্যে পাপিয়া শিমলা (৫) শান্তিপুর গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ও ফারজানা (৫) প্রতিবেশী মন্নাছ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে স্কুলের পূর্ব পাশের ডোবার কাছে সমবয়সী ওই দুই শিশু খেলতে যায়। এর কিছুক্ষণ পর পথচারীরা ডোবার পানিতে শিশু দুটিকে ভাসমান অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখে উদ্ধার করেন। তবে উদ্ধারের আগেই শিশু দুটি মারা গেছে বলে জানা যায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এমন ঘটনা যেন আর না ঘটে, তাই বর্ষার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।