যাত্রীবাহী অটোরিকশায় হঠাৎ আগুন, দগ্ধ ৩

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদরের যশোদল এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লতিফা আক্তার (৩৫) ও তাঁর মেয়ে লিমা আক্তার (১৮) আহত হয়েছেন। অপর আহত যাত্রীর নাম দেলোয়ারা খাতুন (৫৫)। তিনি লতিফার স্বজন বলে জানা গেছে। লতিফা কটিয়াদী পৌরসভা এলাকার সাইদুর রহমানের স্ত্রী। আহত ব্যক্তিদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লতিফার চিকিৎসার জন্য তিনজন সিএনজিচালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ করে সিএনজিচালিত অটোরিকশাটিতে টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় তিনজনের পা ও হাত পুড়ে যায়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অটোরিকশার চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, টায়ার বিস্ফোরণের পর অটোরিকশার ইঞ্জিনে আগুন ধরে যায়। পলাতক চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁকে পেলে ঘটনার আসল কারণ যাবে।