কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায়
প্রথম আলো

কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতের আঁধারে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার সেতুসংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় পৌরসভার নির্মাণাধীন সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাঙচুর করা হয়।

কিশোরগঞ্জে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
প্রথম আলো

ম্যুরাল ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর প্রমুখ।

ম্যুরাল ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে আজ কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক জয়নাল আবেদীনকে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে আজ দুপুরে ঘটনাস্থলে মানববন্ধন কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।