কিশোরীর আপত্তিকর ছবি ফেসবুকে, তরুণ গ্রেপ্তার

গোপাল মোহন্ত
সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে এক কিশোরীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ গোপাল মোহন্ত (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ছয় মাস আগে শহরের সাহেবপাড়া মহল্লার বিশ্বজিৎ কুমার মোহন্তের ছেলে গোপাল মোহন্তের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ওই কিশোরীর (১৬) প্রথমে পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে ধর্ষণও করেন গোপাল। একপর্যায়ে ওই কিশোরী সম্পর্ক থেকে দূরে সরে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণ ৯ অক্টোবর কিশোরীকে ধর্ষণের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।

এ ঘটনায় গত সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পুলিশ ওই রাতেই গোপাল মোহন্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গোপাল দিনাজপুরের এস আর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গোপাল মোহন্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।