কিশোরীর বিয়ে নিবন্ধন করায় কাজিসহ দুজন কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

জয়পুরহাটে কিশোরীর বিয়ে নিবন্ধন করার অভিযোগে নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন নিকাহ রেজিস্ট্রার আবদুর রউফ (৩৮) ও তাঁর সহযোগী আমিনুল ইসলাম (৫২)। তাঁরা জয়পুরহাট সদর উপজেলার পাঁচুর চক গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, গত বছরের ১২ নভেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে জাহিদ হোসেন নামের এক যুবকের বিবাহ নিবন্ধন করা হয়। জাহিদের বাড়ি জয়পুরহাট পৌর শহরের টুকুর মোড় এলাকায়।

ওই ঘটনার পর দুই মাসের বেশি সময় পর গতকাল মঙ্গলবার মেয়েটি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বাদী হয়ে বর জাহিদ হোসেন, নিকাহ রেজিস্ট্রার আবদুর রউফ, তাঁর সহযোগী আমিনুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে বাল্যবিবাহ নিরোধ আইনে মঙ্গলবার থানায় মামলা করেন। পরে মঙ্গলবার রাতেই ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, ‘শিশুটি আমাকে যেদিন ঘটনাটি জানিয়েছে, সেদিনই এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছি।’

বুধবার সন্ধ্যায় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান প্রথম আলোকে বলেন, নিকাহ রেজিস্ট্রার ও তাঁর সহযোগীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।