কিশোরীর বিয়ের অনুষ্ঠানে এসে হাজির ম্যাজিস্ট্রেট

বাল্যবিবাহ

কিশোরী মেয়ের বিয়ের প্রায় সব প্রস্তুতি শেষ। বিয়ের অনুষ্ঠানে খাওয়াদাওয়া চলছে। বরের অপেক্ষায় সবাই। এমন সময় মেয়ের বাড়িতে এসে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম।

পরে মেয়ের মায়ের মুচলেকা নিয়ে বাল্যবিবাহটি বন্ধ করা হয়েছে। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি গ্রামে এ ঘটনা।

মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মেয়েটির মা বলেন, বাল্যবিবাহের বিষয়ে তাঁর ধারণা নেই। মেয়ের বয়স ১৬ বছর হলেও অনেক বড় হয়ে গেছে। মেয়েটির বাবাও দেশে নেই। ভালো ছেলে পাওয়ায় বিয়ে ঠিক করেছিলেন। এখন ১৮ বছর হওয়ার আগে মেয়েকে আর বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউএনও মাসুদ উল আলম বলেন, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মেয়েটির মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। বিষয়টি সার্বক্ষণিক নজর রাখা হবে।