কুকুরটি যাঁকে পেয়েছে তাঁকেই কামড়েছে

মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারে একটি কুকুরের কামড়ে আহত হয়ে ৩৩ জন চিকিৎসা নিয়েছেন। তাঁরা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কুকুরটি এলোপাতাড়ি কামড়ে পথচারীদের আহত করে। এ সময় শহরের হাজীগঞ্জ বাজারে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে তাড়া করে মেরে ফেলেন।

আহত পথচারী আবদুল কাইয়ুম জানিয়েছেন, হঠাৎ করেই একটি পাগলা কুকুর তাঁর পায়ে কামড় দিয়েছে। কুকুরটি ওই সময় আরও কয়েকজনকে কামড়িয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা প্রশান্ত কুমার পাল বলেন, গতকাল রাত পৌনে আটটার দিকে কুকুরের কামড়ে আহত প্রথম এক ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। এরপর রাত সাড়ে ১১টা পর্যন্ত মোট ৩৩ জন হাসপাতালের জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বলেন, হাসপাতাল থেকে ৩৩ জন চিকিৎসা নিয়েছেন। তবে কারও অবস্থাই গুরুতর না।

বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, একটি পাগলা কুকুর বেশ কয়েকজন পথচারীকে কামড়ে দিয়েছে। খবর পেয়ে পৌরসভার লোকজন বাজারে গিয়ে কুকুরটিকে ধরার চেষ্টা করে। কিন্তু ধরতে পারেনি। পরে উত্তেজিত লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছেন। মৃত কুকুরটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।