কুতুবদিয়ায় বজ্রপাতে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির

বজ্রপাত
প্রতীকী ছবি

কক্সবাজারের দ্বীপ উপজেলায় কুতুবদিয়ায় মাছ ধরার নৌকা মেরামতের সময় বজ্রপাতে মো. ইমতিয়াজ (২৫) ও মো. করিম (৩৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়া বেড়িবাঁধের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়া এলাকার মো. জাকের উল্লাহর ছেলে এবং মো. করিম দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং কাচা এলাকার মো. ছাবেরের ছেলে। এ সময় মো. রমিজ (৩৬) ও মো. আক্কাছ (২২) নামের ইমতিয়াজের আরও দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়া বেড়িবাঁধের পাশে ভগ্নিপতি মো. করিমকে নিয়ে ইমতিয়াজসহ তিন ভাই নিজেদের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা মেরামত করছিলেন। কিন্তু বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ ও করিমকে মৃত ঘোষণা করেন। অন্য দুই ভাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহত ইমতিয়াজ ও করিম সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি।