কুতুবদিয়ায় অটোরিকশার চাপায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অটোরিকশার চাপায় মেহেরুন্নেছা নামের সাত বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহত শিশু মেহেরুন্নেছা মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও মনোহরখালী গ্রামের মাসুদ হোসেনের মেয়ে।

আহত নারী ও শিশুর নাম মনসুরা বেগম (৪০) এবং নিলা আক্তার (৭)। মনসুরা বেগম মনোহরখালী এলাকার সাবের হোসেনের স্ত্রী ও নিলা আক্তার একই এলাকার বেলাল হোসেনের মেয়ে। আহত দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী সড়ক পার হওয়ার সময় দুই শিশু মেহেরুন্নেছা ও নিলাকে পেছন দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয়। এ সময় ওই দুই শিশুসহ অটোরিকশা যাত্রী মনসুরা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরুন্নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার প্রথম আলোকে বলেন, অটোরিকশার চাপায় সাত বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও দুজন। এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।