কুতুবদিয়ায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক নারী। শুক্রবার বেলা পৌনে একটার দিকে উপজেলার বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকেরা হলেন আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলারচর গ্রামের আবু জাফরের ছেলে শাহাবুদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, শুক্রবার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল পূর্ব তাবেলারচরে লবণ মাঠে কাজ করছিলেন শ্রমিক সাহাব উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময়ে বজ্রপাতে কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনে নিয়োজিত শ্রমিক শাহাবুদ্দিন মারা যান। এ ছাড়া বজ্রপাতের বিকট শব্দে বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন উপজেলার বড়ঘোপ ইউনিয়নের জেলেপাড়া গ্রামের প্রবাস দাসের স্ত্রী সুশীলা দাস। পরে তাঁকে আত্মীয়স্বজনেরা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার বলেন, বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক নারী। বজ্রপাতে নিহত দুই শ্রমিকের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত ওই নারী কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।