কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

গত বছরের ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চান্দিনা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কোনো ধরনের ভোটাভুটি না করে কেন্দ্রীয় নেতা-কর্মীরা ঢাকায় ফিরে যান। পরে রাতেই সভাপতি পদে রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে রোশন আলী মাস্টারের নাম ঘোষণা করা হয়। এরপর প্রায় এক বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিবদমান পক্ষগুলো ঢাকায় দৌড়ঝাঁপ করে। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার ৭৫ সদস্যের কমিটি কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে।

কমিটির সহসভাপতি হিসেবে আছেন সাবেক সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত, নিজামুল হক, শাহজাহান, আবদুল মান্নান, আবদুল মতিন, হানিফ সরকার, শেখ আবদুল আউয়াল, রশিদুল আলম মিয়াজী, মাঈনুল হোসেন ও আবু নাছের। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন বাসুদেব ঘোষ, মো. শহিদুল্লাহ, গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ ও নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ, আইনবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মহিউদ্দিন আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজেদা আক্তার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবদুস ছালাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাঈম হাসান, মহিলাবিষয়ক সম্পাদক নুরুন্নাহার পারভীন, মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, যুব ও ক্রীড়া সম্পাদক সফিকুল আলম কামাল, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, শিক্ষা ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক খন্দকার জহির, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, উপদপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার সরকার।

সদস্য পদে আছেন সাংসদ আলী আশরাফ, মোহাম্মদ সুবিদ আলী, ইউসুফ আবদুল্লাহ হারুন, সেলিমা আহমাদ, রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, হারুন আল রশিদ, আবদুল মজিদ, মোহাম্মদ আলী আবদুল কাইয়ূম খসরু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আহসান হাবিব চৌধুরী, আফজানুল নেছা বাসেত, তোফাজ্জল হোসেন, সফিকুল আলম,মুনতাকিম আশরাফ টিটু, সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, আবদুল আলিম, মো. মজিবুর রহমান, মো. সহিদুল্লাহ, কালিপদ মজুমদার, শেখ ফরিদ, রফিকুল ইসলাম, জাকির নেওয়াজ সোহেল, নাজনীন আক্তার, এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল, নাছির উদ্দিন, মো. আলমগীর কবির, জাকির হোসেন, গোলাম সারওয়ার সরকার, তানভির আহমেদ, মহিউদ্দিন খন্দকার, কাজী গোলাম দস্তগীর পাপন, জাকির হোসেন আজাদ ও রকিকুল বসর মনি।

কমিটির বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী বলেন, নবীন-প্রবীণ ও সব উপজেলা থেকে নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। সবাই মিলে দলকে গতিশীল করতে হবে।