কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রুটিন হওয়া চূড়ান্ত পরীক্ষা সশরীর হবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ও মিডটার্ম পরীক্ষা হবে। তবে রুটিন হওয়া চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীর অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল দুইটা পর্যন্ত সীমিত জনবল নিয়ে দাপ্তরিক কাজ চলবে। প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। গতকাল শুক্রবার রাত নয়টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের ভার্চ্যুয়াল সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত নয়টায় একাডেমিক কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি জরুরি একাডেমিক কাউন্সিলের সভা হয়। এতে ১৯টি বিভাগের বিভাগীয়প্রধান ও একাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা অংশ নেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্র হল ও একটি ছাত্রী হল খোলা থাকবে। অনলাইনে ক্লাস ও মিডটার্ম পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতি কক্ষে ১০ শিক্ষার্থী বসিয়ে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে। এতে প্রতি কক্ষে একজন শিক্ষক থাকবেন। প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল নয়টা থেকে বিকেল দুইটা পর্যন্ত দাপ্তরিক কাজ চলবে। এই ক্ষেত্রে অর্ধেক জনবল রোস্টার মোতাবেক কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার মো. আবু তাহের আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক ও প্রশাসনিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।