কুমিল্লা শিক্ষা বোর্ড: এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

করোনা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের মেয়াদ বাড়ানো হয়েছে। ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে। আজ রোববার দুপুরে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামানের সই করা চিঠিতে জানানো হয়, কোভিড-১৯ বিস্তারের কারণে এসএসসি পরীক্ষা ২০২১–এর ফরম পূরণ বিলম্ব ফি ছাড়াই ২২-২৯ মে পর্যন্ত নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে। ৩০ মে শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ডে ফি জমা দেবে। গত ১৫ এপ্রিল এসএসসির ফরম পূরণের শেষ সময় ছিল। ফরম পূরণের নির্ধারিত সময়ের আগে সরকার দেশে বিধিনিষেধ আরোপ করে, যা এখনো বলবৎ থাকায় নতুন করে ফরম পূরণের সময় বাড়ানো হলো।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর করোনাভাইরাসের প্রকোপের কারণে যথাসময়ে পরীক্ষা হয়নি।

বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালাম বলেন, বর্ধিত সময়ের মধ্যে এসএসসির ফরম পূরণ করতে হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।