কুমিল্লায় ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

কুমিল্লা নগরের শাসনগাছা রেলক্রসিংয়ে আজ বুধবার ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা
প্রথম আলো

কুমিল্লা নগরের শাসনগাছা রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় ঢাকায় নেওয়ার পথে এবার মারা গেলেন স্ত্রী পেয়ার বেগম (৫৫)। আজ বুধবার সকাল সাতটার দিকের এই দুর্ঘটনায় এর আগে পেয়ারা বেগমের স্বামী ফরিদ মুন্সী (৬৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান

এই দুর্ঘটনায় ফরিদ মুন্সী-পেয়ার বেগম দম্পতির মেয়ে আঁখি আক্তার ও ভাগনে সিএনজিচালিত অটোরিকশাটির চালক রাকিবুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন সিরাজী বলেন, লেভেল ক্রসিংয়ে ওঠার পর এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। হতাহত ব্যক্তিদের বাড়ি দেবীদ্বার উপজেলার গজারিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীদ্বারের গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসক দেখাতে অটোরিকশা নিয়ে কুমিল্লা শহরে যাচ্ছিলেন। অটোরিকশাটি নগরের শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সেখানে চলে আসে। এ সময় ট্রেনটির ধাক্কায় অটোরিকশাটি অন্তত ২০০ গজ উত্তর দিকে ছিটকে পড়ে। দুমড়েমুচড়ে যাওয়া ওই অটোরিকশার ভেতর থেকে ফরিদ মুন্সী ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান ফরিদ মুন্সী। অপর যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁদের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে পথে মারা যান পেয়ারা বেগম। অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কুমিল্লা নগরের শাসনগাছা রেলক্রসিংয়ে আজ বুধবার ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা
প্রথম আলো

ঘটনা নিশ্চিত করে দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ফরিদ মুন্সী ও পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর স্ত্রী পেয়ারা বেগম মারা গেছেন। তাঁদের মেয়ে ও ভাগনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সফিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে বেরিয়ার ছিল। বেরিয়ারের নিচ দিয়ে বিভিন্ন যানবাহন টপকে যাওয়ার চেষ্টা করে। এই কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি অন্তত ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের এয়ারপাইপ নষ্ট হয়ে যায়। পরে ওই ট্রেন কুমিল্লা রেলস্টেশনে ফিরিয়ে এনে মেরামত করা হয়।’

আরও পড়ুন