কুমিল্লায় দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত

আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে কাজ করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: আবদুর রহমান ঢালী

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

ভোটাররা জানিয়েছেন, সকালে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মো. লতিফ সরকার ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীরের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর আহত হন। তবে তাঁকে হাসপাতালে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ভোট গ্রহণ শুরু হওয়ার পরপর কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলযোগ শুরু হয়। হইচই–চেঁচামেচিতে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর কেন্দ্রে প্রবেশ করেন। দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টা ৫ মিনিটে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।