কুমিল্লায় পৌঁছেছে চীনা টিকা, প্রথমে পাবেন মেডিকেলের শিক্ষার্থীরা

করোনাভাইরাসের টিকার প্রতীকী ছবি

কুমিল্লা জেলায় তৃতীয় ধাপে আরও ৩৩ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ওই টিকা বুধবার বেলা একটায় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইনের কাছে হস্তান্তর করা হয়।

এ নিয়ে কুমিল্লায় এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। বুধবার আসা চীনা টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড স্টোরেজে রাখা আছে। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাৎ হোসেন প্রথম আলোকে ওই তথ্য জানান।

টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও জেলা ড্রাগ সুপার শফিক আহমেদ।
মো. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লা জেলায় প্রথম পর্যায়ে ২ লাখ ৮৮ হাজার, দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ৪১ হাজার ও তৃতীয় পর্যায়ে ৩৩ হাজার ৬০০ টিকা এসেছে। মোট ৪ লাখ ৬২ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, চীনের এই টিকার প্রথম ডোজ কুমিল্লা মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও ময়নামতি মেডিকেল কলেজের ২ হাজার ২০০ শিক্ষার্থীকে দেওয়া হবে। এরপর তালিকা ধরে চিকিত্সক, স্বাস্থ্য সহকারী ও সম্মুখসারির যোদ্ধাদের পর্যায়ক্রমে দেওয়া হবে। জেলায় গত ৭ ফেব্রুয়ারি টিকা দেওয়া শুরু হয়।