কুমিল্লায় সর্দি, জ্বর ও কাশি নিয়ে যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সর্দি, জ্বর ও কাশি নিয়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার একটি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

মারা যাওয়া ওই যুবকের বয়স ৩০ বছর। তিনি নির্মাণশ্রমিক ছিলেন। মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে যান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসিবুর রহমান। পরে ওই যুবকের বাড়ি ও আশপাশের ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ওই তরুণ সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। এলাকার মসজিদে নামাজও পড়েছেন। চায়ের দোকানেও আড্ডা দিয়েছেন। গত মঙ্গলবার রাতে তাঁর ডায়রিয়া শুরু হয়। এরপর বুধবার সকালে তিনি মারা যান। সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইউএনও মাসুদ রানা বলেন, করোনা পরীক্ষার জন্য ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার আগে কোনো ধরনের মন্তব্য করা ঠিক নয়। তবে ওই তরুণের বাড়ি ও আশপাশের আরও ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।