কুলাউড়া পৌরসভায় ২১ বছর পর জয়ের মুখ দেখল আ.লীগ

মৌলভীবাজারের কুলাউড়ার নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিপার উদ্দিন আহমদ জয়ী হয়েছেন। গতকাল শনিবার রাতে বেসরকারি ফলাফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এ পৌরসভায় ২১ বছর পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়লাভ করলেন। সিপার ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক এবং উপজেলার ভাটেরা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি কেন্দ্রে সিপার ৪ হাজার ৮৩৮ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পর শনিবার রাত সাড়ে আটটার দিকে রিটার্নিং কর্মকর্তা সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা ফলাফল ঘোষণা করেন।

স্থানীয় ও পৌরসভা কর্তৃপক্ষ সূত্র জানায়, পৌরসভা গঠনের পর ১৯৯৯ সালে প্রথম কুলাউড়া পৌরসভার নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আবদুল মালিক প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০০৪ ও ২০১০ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী কামাল উদ্দীন আহমদ এবং ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী শফি আলম জয়লাভ করেন।

নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা চান।