কুলিয়ারচরে বিএনপি সমর্থকদের বাড়ি বাড়ি পুলিশি হানার অভিযোগ

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের এলাকাছাড়া করতে বাড়ি বাড়ি পুলিশি হানার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে পৌর শহরের বেতিয়াকান্দি এলাকায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এই অভিযোগ করেন বিএনপির প্রার্থী নুরুল মিল্লাত।

তবে অভিযোগের বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলছেন, কারও বাড়িতে পুলিশি হানার কোনো ঘটনা ঘটেনি। অভিযোগগুলোকে বিএনপির অভ্যাসগত প্রচার।

একই সুরে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ হাসান সারোয়ারের মন্তব্য, জনগণ ভোটকেন্দ্রে যেতে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষায় আছেন। ভোটের পূর্বমুহূর্তে এ ধরনের নালিশ করা বিএনপির পুরোনো অভ্যাস।

কুলিয়ারচর পৌরসভার ভোট আগামীকাল শনিবার। ভোট হবে ইভিএম প্রক্রিয়ায়। মেয়র পদে প্রার্থী দুজন। নৌকা প্রতীকের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন সৈয়দ হাসান সারোয়ার। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল মিল্লাত।

সংবাদ সম্মেলনে সম্মেলনে নুরুল মিল্লাত অভিযোগ করেন, ভীতি ছড়াতে কয়েক দিন ধরে অসংখ্য নেতা-কর্মীর বাড়িতে পুলিশি হানার ঘটনা ঘটেছে। এর মধ্যে পৌর বিএনপির সাবেক সদস্য খোকন মিয়ার বাড়িতে গিয়ে পুলিশ চড়–থাপ্পড় মারে। ৮ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সানাউল্লাহ, পৌর যুবদলের সভাপতি কামাল মিয়া, পৌর যুবদলের সদস্য বোরহান মিয়া, দলটির কর্মী মোস্তাফিজুর রহমান, সফিউদ্দিন, শামসুল হক, কফিল উদ্দিনসহ আরও কয়েকজনের বাড়িতে কারণ ছাড়া পুলিশ অভিযান চালায় এবং তাঁদের এলাকা ছেড়ে যেতে বলে। ভোটের আগে বাড়িতে না আসার কথা জানিয়ে আসে।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মিয়ার বাড়িতে পুলিশি হানার বর্ণনা দিয়ে নুরুল মিল্লাত বলেন, মানিক মিয়া বুধবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাচ্ছিলেন। ওই সময় পুলিশের পোশাক পরিহিত এবং কয়েকজন মুখোশধারী বাড়িতে এসে দরজা খুলতে বলেন। জানালা খুলতেই তাঁদের একজন বলে ওঠেন, ‘তুই এখনো বাড়িতে আছিস। আগামীকালের মধ্যে বাড়ি ছেড়ে দিবি। ২০ তারিখের আগে এলাকায় আসবি না। তোর স মিলও বন্ধ রাখবি।’

নুরুল মিল্লাত বলেন, কুলিয়ারচরে এখন আর সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। ভারসাম্যহীন পরিবেশে আস্থা ধরে রাখা যাচ্ছে না। সংবাদ সম্মেলন থেকে ধানের শীষের পোস্টার ছেঁড়ার অভিযোগ আনা হয়।

পোস্টার ছেঁড়া প্রসঙ্গে আওয়ামী লীগ প্রার্থী হাসান সারোয়ার বলেন, ‘আমাদের পোস্টার পলিথিন মোড়ানো। আর ধানের শীষের পোস্টারে পলিথিন নেই। সেই কারণে কুয়াশায় পোস্টার ছিঁড়ে যাচ্ছে। কুয়াশার অপবাদ এখন আমাদের ওপর চাপানো হচ্ছে।’