কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লেখক ভট্টাচার্য তাঁর ফেসবুক আইডিতে সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করেন। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুঠোফোনে লেখক ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একটা সম্মেলন করে নতুন কমিটি গঠন করা হবে।’

কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন। অনেকে তাঁদের পছন্দের নেতা-কর্মীকে শীর্ষ পদে দেখতে চেয়ে দোয়া কামনা করছেন। সদর উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও দীর্ঘদিন ধরে তৃণমূলে কাজ করা নেতাদের অনুসারীরা প্রচারণা চালাতে শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর ইয়াসির আরাফাতকে (তুষার) সভাপতি ও সাদ আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি কমিটি প্রায় চার মাস পর বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিদায়ী সভাপতি ইয়াসির আরাফাত তুষার প্রথম আলোকে বলেন, জেলা ও উপজেলাসহ কলেজ শাখা কমিটি সুসংগঠিত করা হয়েছে। আশা করা যাচ্ছে নতুন কমিটি এসে সংগঠনকে আরও সুসংগঠিত করবে।