কুষ্টিয়ায় অনলাইন ও বাড়ি থেকেই বিক্রি হয়েছে ৩৫ ভাগ পশু

কুষ্টিয়া অনলাইন পশুহাটে সদর উপজেলার ইয়াকুব আলী তাঁর বাড়িতে থাকা গরুটি বিক্রির জন্য পোস্ট করেছেন। সাড়ে চারমণ ওজনের গরুটির দাম চেয়েছন ১ লাখ ১০ হাজার টাকা।
ছবি: প্রথম আলো

ঈদ সামনে রেখে কুষ্টিয়া শহরের বাড়াদি এলাকার খামারি তোয়াক্কেল আলী চারটি গরু পালন করেন। ইতিমধ্যে বাড়ি থেকেই তিনটি গরু বিক্রি করেছেন তিনি। দাম পেয়েছেন ৩ লাখ ৪৬ হাজার টাকা।

তোয়াক্কেল আলী বলেন, প্রতিবছর হাটে গিয়ে গরু বিক্রি করলেও এ বছর করোনা ও বিধিনিষেধের কারণে বাড়ি থেকেই গরু বিক্রি করেছেন। এতে ঝামেলা ও কষ্ট কম হয়েছে। তোয়াক্কেল আলীর মতো এবার কুষ্টিয়ার অনেকেই বাড়ি থেকে গরু বিক্রির প্রতি আগ্রহী হয়েছেন।

জেলায় সব মিলিয়ে গড়ে ১৩৫ কোটি টাকা মূল্যের গরু রয়েছে। ইতিমধ্যে অনলাইন ও বাড়ি থেকে বিক্রীত গরুর মূল্য ৩৫ কোটি টাকার বেশি হবে বলে মনে করছে জেলা প্রাণিসম্পদ অফিস।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার জেলায় গরু ও ছাগল মিলিয়ে প্রায় ১ লাখ ৫১ হাজার পশু রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার। এ বছর ছাগল ও গরু বিক্রির জন্য অনেক খামারিই হাটের ওপর নির্ভর করছেন না। ঢাকা ও চট্টগ্রামের ব্যাপারীরা ছাড়াও কুষ্টিয়ার অনেকেই বাড়িতে গিয়ে গরুর দরদাম করছেন। বেশ কিছু খামারি অনলাইনেও গরু বিক্রি করছেন। অনলাইনে পশু কেনাবেচাতেও ভালো সাড়া মিলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জেলায় সব মিলিয়ে গড়ে ১৩৫ কোটি টাকা মূল্যের গরু রয়েছে। ইতিমধ্যে অনলাইন ও বাড়ি থেকে বিক্রীত গরুর মূল্য ৩৫ কোটি টাকার বেশি হবে বলে মনে করছে জেলা প্রাণিসম্পদ অফিস। এ ছাড়া বিক্রীত ছাগলের বাজারমূল্য প্রায় ৭ কোটি ২০ লাখ টাকার।

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের টিপু-পাপিয়া দম্পতির ৩৫ মণ ওজনের গরু ‘পাগলু’। গরুটি কেনার জন্য প্রতিদিনই ক্রেতারা তাঁদের বাড়িতে ঢুঁ মারছেন। অনেকেই ফোন করে গরুটির দরদাম করছেন।
ছবি: প্রথম আলো

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এবার আগেই বাড়ি ও অনলাইন হাট মিলিয়ে ৩৫ ভাগ পশু বিক্রি হয়ে গেছে। ঈদের আগেও আরও অনেক পশু এভাবে বিক্রি হবে। এ ব্যাপারে খামারিদের সহযোগিতা করা হচ্ছে। হাট খুলেছে। সবাইকে সতর্ক হয়ে হাটে যাওয়ার ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে।

সারা দেশেই কুষ্টিয়ার গরুর বিশেষ চাহিদা রয়েছে। বিশেষ করে, ঢাকা ও চট্টগ্রামের বাজারে এই জেলার গরুর আলাদা কদর আছে। তাই এসব অঞ্চলের ব্যাপারীরা আগেভাগেই গরু কিনে নিজেদের কাছে রাখছেন। এসব গরু তাঁরা ঈদের আগে বাজারে তুলবেন বলে জানা গেছে। এর মধ্যে ঢাকার অনেক ব্যবসায়ী ও চাকরিজীবী আগেই ফরমাশ দিয়ে গরু কিনে রেখেছেন। ঈদের দু–এক দিন আগে তাঁরা ঢাকায় গরু নিয়ে যাবেন।

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার ব্যবসায়ী ওমর ফারুকের খামারে দেশি জাতের প্রায় ৫০টি গরু ছিল। প্রায় ২০ দিন আগে তাঁর বেশির ভাগ গরু খামার থেকেই বিক্রি হয়ে গেছে। এতে এ বছর একদিকে তাঁর যেমন ঝামেলা কমেছে, অন্যদিকে গরু বিক্রি করে ভালো লাভও পেয়েছেন বলে জানান তিনি।

এবার হাট বসলেও সরকারি নির্দেশনা মানতে হবে। এ ক্ষেত্রে সরকারি নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া

খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার অনেকেই বিধিনিষেধের কারণে পশু বিক্রি নিয়ে শঙ্কায় ছিলেন। এ জন্য তাঁরা বেশ কয়েক দিন আগে থেকেই বাড়িতে বসে পশু বিক্রির ওপর জোর দেন। তবে ইতিমধ্যে সরকার হাট বসানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ায় খামারিরা স্বস্তি প্রকাশ করেছেন।

সদর উপজেলার আব্দালপুর গ্রামের ব্যাপারী শরিফুল ইসলাম জানান, অনেক সময় হাটের শেষ ভাগে তুলনামূক বেশি লাভে পশু বিক্রি করার সুযোগ পাওয়া যায়। তিনি বলেন, গত বছর ঢাকায় শেষের দিকে গরু ও ছাগল ফুরিয়ে গিয়েছিল। ওই সময় তাঁরা ভালো দাম পেয়েছিলেন।

এদিকে হাটের ইজারাদাররা বলেন, করোনার কারণে সময়মতো হাট না বসায় তাঁরা লোকসানে পড়েছেন। কোটি কোটি টাকা দিয়ে হাট ইজারা নিয়ে এখন লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এক সপ্তাহে একবার হাট বসিয়ে লাভ হবে না। তবু হাট বসানোর সিদ্ধান্তে তাঁরা খুশি বলে জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, জেলার খামারিদের নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে। বিশেষ করে এবার অনলাইনে কোরবানির পশুর হাট ভালো সাড়া ফেলেছে। আবার অনেকেই বাড়ি থেকে বেচাকেনা করতে পারছেন। তবে এবার হাট বসলেও সরকারি নির্দেশনা মানতে হবে। এ ক্ষেত্রে সরকারি নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে।