দিনাজপুর সদরে করোনা শনাক্তের হার ৬১ শতাংশ, মারা গেছেন ৩ জন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

দিনাজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করে ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ২ শতাংশ। এর মধ্যে লকডাউন ঘোষিত দিনাজপুর সদর উপজেলাতেই ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে সদর উপজেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৫৬৭।

এ সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই নদর উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন উপজেলার নুলাইবাড়ি এলাকার আক্কাস আলী (৭৫), পাটুয়াপাড়া এলাকার আমজাদ আলী (৬১) ও আবদুর রহমান (৬৫)। এ নিয়ে সদর উপজেলায় করোনায় মৃত ব্যক্তির সংখ্যা ৮০। যেখানে পুরো জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা ১৫৮।

এ নিয়ে সদর উপজেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৫৬৭।

আজ বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুর জেলায় ৪৫ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন। সুস্থতার হার ৭৬ দশমিক ৪৬ শতাংশ।

বর্তমানে জেলায় চিকিৎসাধীন করোনা রোগী ১ হাজার ৬৭৮ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১২৪ জন।