কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত মাহবুব খান ওরফে সালাম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মাহবুব খান ওরফে সালাম (৪০) আমদহ গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় যুব জোট (জাসদ) দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহবুব খানের সঙ্গে তাঁর এলাকার কয়েকজনের বিরোধ ছিল। গত বছর এলাকায় একটি হত্যাকাণ্ড হলে সেই মামলার আসামি ছিলেন তিনি। এ নিয়ে বিরোধ আরও তীব্র হয়। গতকাল রাত ১১টার দিকে স্থানীয় বাজারে দুর্বৃত্তরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবিদ হাসান বলেন, পূর্বশত্রুতার জেরে মাহবুব খান নামের এক যুবককে হত্যা করা হয়েছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।