কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এল মৃত ডলফিন

ভেসে আসা মৃত ডলফিনটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের ঝাউবন পয়েন্টে আরও একটি মৃত ডলফিন পাওয়া গেছে। ডলফিনটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা এটিকে দেখতে পান।

এর আগে গত ১৪ মে কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিম দিকের সানরাইজ পয়েন্টে একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে চলতি বছর কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে মৃত ও জীবিত ১৩টি ডলফিন ভেসে আসার ঘটনা ঘটল।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার পাওয়া যাওয়া ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট ও প্রস্থ আড়াই ফুটের মতো।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য মো. জুয়েল মিয়া জানান, ডলফিনটি অনেক দিন আগে মারা গেছে। যে কারণে পচে-গলে গেছে।

আরও পড়ুন

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দল নেতা রুমান ইমতিয়াজ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দিয়েছি। এ নিয়ে চলতি বছর কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে মৃত ও জীবিত ১৩টি ডলফিন ভেসে এসেছে।’