কুয়াকাটা সৈকতে ডিগবাজি দিতে গিয়ে পর্যটকের মৃত্যু

লাশের প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ডিগবাজি দিতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই যুবকের নাম বাবলু (৩২)। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার গোবিন্দপুর উপজেলার ধোপাঘাটা মহল্লায়। তাঁর বাবার নাম মুসলিম মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িতে করে বাবলুসহ ৫৫ জনের একটি দল বুধবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতে বনভোজনের জন্য যায়। বাবলু, তাঁর ছেলে মাহিমসহ সফরসঙ্গী চার-পাঁচজন সমুদ্রে গোসলের জন্য সৈকতে যান। বাবলু সৈকতে হঠাৎ সামনের দিকে এগিয়ে ডিগবাজি দেন। এতে সৈকতের বালুর ওপর আছড়ে পড়ে তাঁর ঘাড় মটকে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর সহযোগী ও স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গেলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক মো. মাইনুল হাসান বলেন, বাবুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শরীরে বালুমাখা ছিল। বাইরে থেকে কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন দেখা যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। সঙ্গে তাঁর ছেলে ছিল। চিকিৎসকের সঙ্গেও কথা হয়েছে। কারও কোনো অভিযোগ নেই। ঘাড় মটকে গুরুতর আহত হয়েই তিনি মারা গেছেন ধারণা করা হচ্ছে।