কুয়াকাটায় সাগরে গোসলে নেমে যুবক নিখোঁজ

ফিরোজ সিকদার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে ফিরোজ সিকদার (২৯) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সাগরে নেমে তিনি নিখোঁজ হন। ফিরোজের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে।

ফিরোজের বন্ধু মো. ইয়ামিন জানান, ফিরোজের সঙ্গে তাঁর এক ভাগনে ও কয়েকজন বন্ধু কুয়াকাটা সমুদ্রসৈকতে বেড়াতে আসেন। তাঁরা গতকাল বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় এসে হোটেল রয়্যাল প্যালেসে ওঠেন। আজ বেলা ১১টার দিকে বন্ধু ও ভাগনেকে নিয়ে সাগরে গোসল করতে নামেন ফিরোজ। প্রায় তিন ঘণ্টা গোসলের পর একপর্যায়ে তিনি নিখোঁজ হয়ে যান। তাঁকে দেখতে না পেয়ে সৈকত-সংলগ্ন বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাসনাইন পারভেজ প্রথম আলোকে বলেন, ফিরোজ নামের এক তরুণ সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন বলে বিকেল পাঁচটার দিকে তাঁর এক বন্ধু জানান। পরে তাঁরা সাগরের তীরবর্তী এলাকায় খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তাঁর সন্ধান মেলেনি।

হাসনাইন পারভেজ আরও বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিরা কুয়াকাটায় পৌঁছেছেন। সৈকত-সংলগ্ন বঙ্গোপসাগরের যে পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হয়েছেন, সেই পয়েন্টসহ পার্শ্ববর্তী এলাকায় ডুবুরিদের মাধ্যমে খোঁজ করা হচ্ছে।