কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে
প্রথম আলো ফাইল ছবি

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার রাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দিক নির্ণয়ে ব্যর্থ হওয়ায় মাঝপদ্মায় আটকা পড়ে ছিল চারটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে গতকাল রাত ১১টার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরির চালকেরা নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে, নৌপথে দুর্ঘটনা এড়াতে সব ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝপদ্মায় আটকে থাকা চারটি ফেরিও গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

বাংলাবাজার লঞ্চঘাট সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে গতকালের মতো আজ সকালেও নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল করতে পারেনি। সকাল থেকে প্রায় সাড়ে নয়টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ ছিল। নৌপথে কুয়াশার পরিমাণ কমতে থাকলে লঞ্চ চলাচল শুরু করে।

এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি মিলিয়ে তিন শতাধিক যানবাহন।

ঢাকাগামী যাত্রী শরিফুল ইসলাম বলেন, ‘বরিশাল থেকে আমাদের বহন করা বাসটি রাত একটায় ঘাটে আসে। তখন থেকেই ঘাটে ঘন কুয়াশা। কাছ থেকে কিছুই দেখা যাচ্ছিল না। শীতের মধ্যে দীর্ঘ সময় বাসে কাটানোর পর সকাল সাড়ে ১০টায় আমরা ফেরিতে উঠতে পারি।’

পণ্যবাহী ট্রাকের চালক রফিক কাজী বলেন, ‘কুয়াশার কারণে ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। রাতে থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় আছি। এখন ঘাটে দীর্ঘ লাইন।’

বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশার কারণে দুদিন ধরেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।