কেন্দুয়ায় আগুনে ৪ দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা নতুন বাজারের শহীদ মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হঠাৎ ওই বিপণিবিতানের হৃদয় মিয়ার ব্যাটারি ও ইঞ্জিনের যন্ত্রাংশের দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কেন্দুয়া থেকে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকানের মালিকেরা হলেন ব্যাটারি ও ইঞ্জিনের যন্ত্রাংশ ব্যবসায়ী হৃদয় মিয়া, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মোস্তাক আহমেদ, চা–দোকানি ইছহাক মিয়া ও কীটনাশক ব্যবসায়ী আবুল কাশেম খান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ী বলেন, বৃহস্পতিবার ভোরের ওই অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।