কেন্দুয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগে নেত্রকোনার কেন্দুয়ায় সাহিতপুর গ্রামের এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে স্বজনেরা তাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহে নেওয়ার পথে রাত একটার দিকে তিনি মারা যান। আজ শুক্রবার দুপুরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁর মরদেহ পারিবারিক শ্মশানে দাহ করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ওই ব্যক্তি ও তাঁর সংস্পর্শে আসা স্বজনদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।