কেন্দুয়ায় ছুরিকাঘাতে ইজিবাইকচালক খুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইমরান হাসান ওরফে বাবু (২৩) নামের এক ইজিবাইকচালক খুন হয়েছেন। এ সময় এখলাছ মিয়া (২৬) নামের আরও এক ইজিবাইকচালক আহত হন।

গতকাল বৃহস্পতিবার রাতে সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে সুমন মিয়া (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। ইমরান হাসান সাহিতপুর বাজার এলাকাসংলগ্ন চেংজানা গ্রামের শামীম মিয়ার ছেলে। আহত এখলাছ একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চেংজানা ও আটিগ্রাম একই ইউনিয়নের পাশাপাশি গ্রাম। গতকাল বিকেলে সাহিতপুর বাজারে ইমরান হাসানের সঙ্গে আটিগ্রামের সুমন মিয়ার একটি বিষয় নিয়ে কথা–কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উভয়কেই থামিয়ে দেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুমন মিয়া বাজারের অটোস্ট্যান্ড এলাকায় ইমরানকে দেখে চড়াও হন। এ ঘটনা দেখে চেংজানা গ্রামের এখলাছ মিয়া এগিয়ে এলে সুমন ও তাঁর লোকজন উভয়ের ওপর হামলা চালিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। এখলাছকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এদিকে ইমরানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চেংজানা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। গ্রামের লোকজন একত্র হয়ে আটিগ্রামে হামলা চালানোর প্রস্তুতি নেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন খন্দকার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ওসি কাজী শাহ নেওয়াজ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অভিযোগে সুমন মিয়াকে আটক করা হয়েছে।